ঝাড়গ্রামে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক বৃদ্ধা
জোহার জঙ্গলমহল: নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক বয়স্ক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল নাগাদ ঝাড়গ্রাম ব্লকের চুবকা এলাকায়। আজ সকাল নাগাদ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কংসাবতী নদীতে স্নান করতে গিয়েছিলেন বাসন্তী ঘোড়াই (বয়স ৬০)।
জানা গেছে, স্নান করতে গিয়ে তিনি নদীতে তলিয়ে যান। দীর্ঘক্ষণ ধরে বাড়ি না আশায় ওই বৃদ্ধার খোঁজ শুরু হয়। খবর দেওয়া মানিকপাড়া বিট হাউস পুলিশ ফাড়িতে। দীর্ঘক্ষণ ধরে স্থানীয়রা প্রচেষ্টা চালানোর পর খোঁজ না মেলায় বিপর্যয় মোকাবিলার টিম ওই বৃদ্ধার তল্লাশি শুরু করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ওই বৃদ্ধার কোনো খোঁজ পাওয়া যায়নি।