বাঁকুড়ার জয়পুর জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে ২৫টি হাতির একটি দল, আতঙ্কে গ্রামবাসীরা
জোহার জঙ্গলমহল: টানা কয়েকদিন প্রবল বর্ষণের পর এবার হাতির হানায় অতিষ্ঠ বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল লাগোয়া গ্রামের অধিবাসীরা। সন্ধ্যা নেমে এলেই জয়পুর জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে ২৫টি বুনো হাতির একটি দল।
স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুর জঙ্গল লাগোয়া পদমপুর গ্রাম এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ২৫টি বুনো হাতির একটি দল। টানা কয়েকদিন বৃষ্টির জেরে মাটির বাড়িগুলি ভগ্নপ্রায়। অপরদিকে মাঠ ভর্তি ধান ফলতে শুরু করেছে। হাতির দল তাণ্ডব চালিয়েছে ধানক্ষেত গুলিতেও। বনদফতরের নজর থাকা সত্ত্বেও হাতির দল লোকালয়ে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। হাতির হানার জেরে ব্যাপক চিন্তায় রয়েছেন জয়পুর জঙ্গল সংলগ্ন গ্রামের অধিবাসীরা।