জোহার জঙ্গলমহল: বর্তমানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানুষ এখন অনেকটাই ডিজিট্যাল লেমদেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ডিজিট্যাল প্ল্যাটফর্মগুলির মধ্যে PhonePe বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফোনপে তে রয়েছে একটি বাম্পার অফার।
সম্প্রতি ফোন পে (PhonePe) ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অফ ইন্ডিয়া ইনসিওরেন্স (IRDA) ব্রোকিং শুরু করেছে। ফোনপে এর মাধ্যমে যে কোনো Insurance নিজের পছন্দমতো কেনা যেতে পারে। ইনসিওরেন্স কর্পোরেট এজেন্ট লাইসেন্সের মাধ্যমে ফোনপের মাধ্যমে স্বাস্থ্য বিমা, সাধারণ বিমা, জীবন বিমা (Health, Life and General Insurance) করা যেতে পারে। ফোনপের মাধ্যমে সমস্ত রকমের বিমার সংস্থার তথ্য যাচাই করে কিনতে পারা যাবে স্বাস্থ্য বিমা, সাধারণ বিমা, জীবন বিমা (Health, Life and General Insurance)।