JJM NEWS DESK: এক শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ঘটনাটি ঘটেছে আজ বৃহঃস্পতিবার সকাল নাগাদ পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত রায়বাঁধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। নিতুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
হাসপাতাল ও মৃত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে মাস দুয়েকের ওই বাচ্চাটিকে গত বুধবার রায়বাঁধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই জ্বর আসে। জ্বরের ঔষধ খাওয়ানোর পরেও জ্বর না কমায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে আজ সকাল নাগাদ ওই শিশুটি মারা যায়। ঘটনা ঘিরে উত্তালের সৃষ্টি হয় স্বাস্থ্যকেন্দ্র চত্ত্বর জুড়ে। স্বাস্থ্যকেন্দ্রের ভিতর চিকিৎসকদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃত শিশুটির আত্মীয় পরিজনেরা। খবর পেয়ে নিতুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।