JJM NEWS DESK : মুহূর্তের মধ্যে এক প্রান্ত অন্য প্রান্তে টাকা পাঠানোর অন্যতম মাধ্যম ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস বা UPI। বর্তমানে অনেকেই NEFT বা RTGS এর বদলে ব্যাংক ট্রান্সফার করার জন্য এই UPI মাধ্যমকে বেছে নেন।
কিন্তু দুর্বল ইন্টারনেটে কানেকশন বা ইন্টারনেটে না থাকার ফলে বেশ সমস্যায় পড়তে হয়। যাদের 3G বা 2G কানেকশন রয়েছে তাদেরকেও এই অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে আপনি কী জানেন ইন্টারনেট ছাড়াও UPI সিস্টেমে টাকা পাঠানো সম্ভব।
কীভাবে ইন্টারনেট ছাড়া UPI এ টাকা পাঠাবেন?
গ্রাহকদের সুবিধার্থে ইন্টারনেট ছাড়াও *99# পরিষেবা আনা হয়েছিল। এই নম্বর ডায়েল করে নির্দিষ্ট পদ্ধতিতে টাকা পাঠানো সম্ভব। যাদের স্মার্টফোন নেই ফিচার বা কিপ্যাড ফোন রয়েছে তারাও এই নম্বর ডায়াল করে UPI টাকা পাঠাতে পারবেন। এর জন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে নির্দিষ্ট মোবাইল নম্বর এবং UPI রেজিস্টার্ড হতে হবে।
ধাপে ধাপে জানুন পদ্ধতি-
১. প্রথমে ডায়াল প্যাডে গিয়ে *99# টাইপ করুন। এবার একটি মেনু শো করবে , সেখানে রিপ্লাইয়ে 1 টাইপ করুন।
২. এরপর মোবাইল নম্বরের UPI টাকা পাঠানোর জন্য 1 টাইপ করে সেন্ড করুন।
৩. রিসিভারের মোবাইল নম্বর জানা থাকতে হবে। আর সেই নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন লিঙ্ক থাকে।
৪. পরবর্তী অপশনে যাকে পাঠাতে চান তার মোবাইল নম্বর এন্টার করুন। কিছু মন্তব্য লিখতে চাইলে তাও লিখতে পারবেন।