জোহার জঙ্গলমহল: পশ্চিম মেদিনীপুরে দুটি পৃথক জায়গায় জলে ডুবে প্রাণ হারালেন দুই যুবক। ঘটনা দুটি ঘটেছে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আটাবান্দা গ্রামে ও ঘাটালে। আটাবান্দা গ্রামের বাসিন্দা কিস্কু টুডু (বয়স ৩৬) পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যান। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্বারগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে ঘাটাল এলাকায় মনসা রায় (বয়স ২১) পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহদুটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় দুটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।