নিজস্ব সংবাদদাতা: “মা আসছেন আর কিছুদিন পরেই”। তাই আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন জায়গায় খুঁটিপুজো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পুজোর মন্ডপ তৈরীর কাজ। দেবীপক্ষের আর বেশি দেরি নেই। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাশুলিতেও গত কয়েকবছর ধরে দূর্গোৎসব বেশ জাঁকিয়ে উঠেছে। গতবছর সেরা মন্ডপের পুরস্কার পেয়েছে মেদিনীপুর মহকুমার এই আমলাশুলি সার্বজনীন দূর্গোৎসব কমিটি।
শুধু আমলাশুলি বা পশ্চিম মেদিনীপুর নয় সারা রাজ্যে অন্যতম স্থান অধিকার করেছে আমলাশুলি সার্বজনীন দূর্গোৎসব কমিটির পূজা মন্ডপ। এই বছর আমলাশুলির পুজো ৩৫ বছরে পদার্পণ করবে। তাই আজ কৌশিকী অমাবস্যার মহাপূণ্যে এবছরের দূর্গাপুজোর খুঁটিপুজো কর্মসূচী অনুষ্ঠিত হয়। শুধু মেদিনীপুর নয় বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলি সহ অন্যান্য জেলার মানুষও ভিড় করে থাকেন এই পুজো মণ্ডপে। প্রতি বছররের মতোই এই বছরও এই মন্ডপে থাকছে নতুনত্ব। এই বছর আমলাশুলি সার্বজনীন দূর্গোৎসব কমিটির থিম “ছুটির দিনে এনাকোন্ডার দেশে”। মণ্ডপ তৈরি হবে কাপড়, থার্মোকল, টিস্যু পেপার ও বাহারী মোড়কে। এছাড়াও থাকছে জাহাজ ও অ্যামাজন জঙ্গলের দৃশ্য।