জোহার জঙ্গলমহল: রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। পুজোর আগেই অর্থাৎ আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে হবে উপনির্বাচন। ফল ঘোষণা ৩রা অক্টোবর। উপনির্বাচন হওয়ার কথা ছিল খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুরেও। তবে এই চার কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৬ই সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৩ই সেপ্টেম্বর। মনোনয়ন যাচাই করা হবে ১৪ই সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ই সেপ্টেম্বর।
অন্যান্য কেন্দ্রের তুলনায় ভবানীপুর নিয়েই মানুষের আগ্রহ বেশি। বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জয়লাভ করে কৃষিমন্ত্রী হয়েছিলেন। গত ২১শে মে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। তৃণমূল সূত্রে জানা গেছে, এই আসনে প্রার্থী হবেন মমতাই। অন্যদিকে রাজ্য বিধানসভা নির্বাচন ২০২১ এ ভোটের আগেই জঙ্গিপুর ও সামশেরগঞ্জের দুই প্রার্থী মারা যান। সেই কারণে ভোট না হওয়ায় ওই দুটি কেন্দ্রে উপনির্বাচন হবে। খড়দহে তৃণমূল প্রার্থী কাজল সিংহ জয়লাভ করে ভোটের ফল ঘোষণার আগেই মারা যান। গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর বিধায়ক পদে শপথ নেওয়ার পর মারা যান। বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। এই চার কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন।