JJM NEWS DESK:এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটানটি ঘটেছে আজ সকাল নাগাদ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত লালবাঁধ এলাকায়। বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই ব্যাক্তির নাম কৃষ্ণ মন্ডল, বয়স আনুমানিক ৩০ এর কাছাকাছি। বাড়ি বিষ্ণুপুর থানার তিলবাড়ির বি.এড কলেজ সংলগ্ন এলাকায়। আজ সকালে লালবাঁধের পাড়ের রাস্তা দিয়ে যাতায়াতের সময় স্থানীয় কিছু মানুষজন এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। মাথার পিছনে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন এবং দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অনুমান কেউ তাকে খুন করে ওই এলাকায় ফেলে দিয়ে গেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।