পুর্ণচন্দ্র রক্ষিত: দীর্ঘদিন ধরেই বেহাল দশা পুরুলিয়া জেলার বরাবাজারের বাইপাস রাস্তার। প্রশাসনে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। যাতায়াতের অযোগ্য এই রাস্তাটির উপর কোনো হেলদেল নেই প্রশাসনের। বিষয়টি নিয়ে বরাবাজারের পঞ্চায়েত সমিতির সভাপতি পুতুল মাহাতো জানান যে, “আমি নতুন এসেছি, বিষয়টি আমার কানে এসেছে আমি যত তাড়াতাড়ি পারি দুর্গাপূজোর পরেই এই রাস্তার কাজ শুরু করার চেষ্টা করব”। জেলা পরিষদের সদস্য সুদর্শন মাহাতো জানান, ‘আমরা অনেকবার বিডিও কে এবং জেলা পরিষদে জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা মেরামত হয় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে বলে মনে হয়। গাড়ি চলাচলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। পূজোর পরই রাস্তাটি মেরামতের কাজ শুরু হবে।