জোহার জঙ্গলমহল: জলে ডুবে মৃত এক ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জাতীয় বিপর্যয় মোকাবিলার একটি দল আজ দুপুর নাগাদ ওই ব্যাক্তির দেহ উদ্ধার করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল নাগাদ বাঁকুড়া জেলার বাঁকুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের দশের বাঁধ এলাকায়। মৃত ওই ব্যাক্তির নাম চন্দন চক্রবর্তী (বয়স ৫০)। বাড়ি শহরের ১৮ নম্বর ওয়ার্ডের কবরডাঙ্গা এলাকায়। আজ সকাল নাগাদ ওই ব্যাক্তি হঠাৎ করে দশের বাঁধ নামক পুকুরটিতে পড়ে যান। সেই থেকে তাকে খুুঁজে পাওয়া যায়নি। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। ঘটনাস্থলে হাজির হয় বাঁকুড়া সদর থানার পুলিশ, দমকল বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলার একটি দল। জাতীয় বিপর্যয় মোকাবিলার দলটি পুকুরটিতে তল্লাশি চালিয়ে দুপুর নাগাদ চন্দন চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় সদর থানার পুলিশ।