পুর্ণচন্দ্র রক্ষিত: ফের বিজেপিতে ভাঙন পুরুলিয়া জেলায়। আজ সোমবার পুরুলিয়া জেলার জেনারেল সেক্রেটারি বর্ণালী দত্তের হাত ধরে ১২০ জন দলীয় সমর্থক বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। আজকের এই অনুষ্ঠান সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, তৃণমূলের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, পুরুলিয়া জেলার টাউন প্রেসিডেন্ট জ্যোতির্ময় ব্যানার্জি, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের যুব সভাপতি মেঘদুত মাহাতো।