JJM NEWS DESK: এবার রবিনসন কান্ডের ছায়া বাঁকুড়ায়। মৃত মেয়ের দেহ আগলে দিন কাটাচ্ছিলেন মা। ঘটনাটি ঘটেছে গতকাল বাঁকুড়া জেলার সদর থানার অন্তর্গত কুচকুচিয়ার সুকান্তপল্লী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাঁকুড়া সদর থানার পুলিশ ওই যুবতীর পচাগলা দেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত মেয়ের নাম কৃষ্ণা ব্যানার্জী, মা উষা ব্যানার্জী। কুচকুচিয়ার সুকান্তপল্লী এলাকায় ওই বাড়িটিতে শুধু মা ও মেয়েই থাকতেন। তারা কিছুটা মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে। এমনকি বাড়িতে সবসময় তালা ঝুলিয়ে রাখতেন এবং বাড়ির ভিতর কাউকে প্রবেশ করতে দিতেন না। গতকাল বাড়ি থেকে দূগর্ন্ধ ছড়িয়ে পড়ায় গ্রামবাসীরা বাঁকুড়া সদর থানায় খবর দেন। জানা গেছে গত ৩-৪ দিন ধরে মৃত মেয়ের দেহ আগলে রেখেছেন মা। গ্রামবাসীদের কাউকে জানাননি। বাঁকুড়া সদর থানার পুলিশ ওই যুবতীর পচাগলা দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।