পুর্ণচন্দ্র রক্ষিত: ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার থেকে পচাগলা দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার পুরুলিয়া জেলার বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারে। ঘটনায় মৃত মহিলা চিকিৎসকের নাম সুচিত্রা সিং (বয়স ৩৮)। তিনি বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ছিলেন।
গতকাল শুক্রবার দুপুর থেকে ওই কোয়ার্টারের আশপাস থেকে পচা দূর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। দূর্গন্ধ ছড়িয়ে পড়তেই খবর দেওয়া বরাবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কোয়ার্টারের তালাবন্ধ দরজা ভাঙেন বরাবাজার থানার পুলিশ। বাড়ির ভিতর থেকে প্লাস্টিকে মোড়া মৃতদেহ উদ্ধার করেন বরাবাজার থানার পুলিশকর্মীরা। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়। জানা গেছে ওই মহিলা চিকিৎসক চার বছরের মেয়েকে নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে থাকতেন, তার স্বামী মাঝে মাঝে কোয়ার্টারে আসতেন। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে স্বামীর পরকীয়া নিয়ে মাঝে মধ্যে ক্ষোভ প্রকাশ করতেন মহিলা চিকিৎসক সুচিত্রা সিং। ঘটনার পর থেকে তার স্বামী ও মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান ডাঃ সুচিত্রা সিং কে খুন করেছেন তারই স্বামী এবং মেয়েকে নিয়ে পলাতক সে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।