জোহার জঙ্গলমহল:বাঁকুড়ায় জেলায় উদ্ধার করা হল একটি বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় সূত্রে জানা গেছে আজ বুধবার বাঁকুড়া জেলার সারেঙ্গার চিংড়া গ্রাম থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয়। ওই বিরল প্রজাতির কচ্ছপটিকে দেখতে পেয়ে সারেঙ্গা বনদফতরে খবর দেন চিংড়া গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে সারেঙ্গা বনদফতরের আধিকারিকরা চিংড়া গ্রাম থেকে ওই বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করেন। কচ্ছপটির ওজন প্রায় সাড়ে ৮ কেজির মতো বলে জানা গেছে।
অপরদিকে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের মেঠানা গ্রাম থেকে একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়। প্রায় ৮ ফুট লম্বা বিশালাকার সাপটিকে দেখতে ভিড় করেন আশেপাসের গ্রামের মানুষজন। গ্রামের এক বাসিন্দা যামিনি রায় কলেজের এনসিসি কর্মীদের খবর দেন। খবর পেয়ে এনসিসি কর্মীরা এই বিশালাকার অজগর সাপটিকে উদ্ধার করে বেলিয়াতোড় বনদফতরে জমা দেন।