পূর্ণচন্দ্র রক্ষিত,পুরুলিয়া : আজ থেকে পুরুলিয়ার বড় হাটে শুরু হলো মাইক দিয়ে হাটের নিয়ন্ত্রণ শুরু করা হলো উদ্যোগ নিলেও পুরুলিয়ার পৌরসভার পৌর প্রশাসক নবেন্দু মহালি এবং উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার রেবতীরমণ টুডু এবং উপস্থিত ছিলেন রবি শংকর দাস ও মৌসুমী ঘোষ এবং অন্যান্য তার সাথে সাথে পুরুলিয়া বড় হাটের যে বেআইনি ভাবে দোকান গুলি আছে । তাদের সতর্ক করে দেন তারা যেন বেআইনিভাবে দোকান না করেন এবং হাটের রাস্তা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি হাটের রাস্তায়
যে সমস্ত দোকানগুলো আছে তাদেরকে বলা হয় তার সামনে পুরুলিয়ার মিউনিসিপ্যালিটির যে সুপারমার্কেট রয়েছে তারা অন্যায় ভাবে জায়গা দখল করে আছে তাদের ক ঠিকঠাক ভাবে পুরুলিয়ার সমস্ত হাটের দোকান গুলি নিয়ন্ত্রণে আনা হয়