পুর্ণচন্দ্র রক্ষিত:রেল বেসরকারীকরনের প্রতিবাদ সহ সমস্ত লোকাল ট্রেন চালু করার দাবিতে, স্পেশাল ট্রেনের নামে লোকাল ট্রেনকে পরিবর্তন করার প্রতিবাদে, বড়কখানা টাটা প্যাসেঞ্জার ও ক্রিয়া যোগা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবীতে সারা ভারত ফরওয়ার্ড ব্লক ঝালদা লোকাল কমিটির ডাকে আজ সোমবার তোরং স্টেশনে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। এদিন পাঁচ দফা দাবিতে স্টেশন মাস্টার এর মাধ্যমে ডি আর এম কে ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা ঘাসিরাম মাহাতো, পুস্তি অঞ্চলের অঞ্চল সম্পাদক সিদ্ধেশ্বর মাহাতো সহ লোকাল নেতৃত্ববৃন্দ।