JJM NEWS DESK: রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় চলছে দ্বিতীয় দফার ‘দুয়ারে সরকার কর্মসূচী’। এই ‘দুয়ারে সরকার’ কর্মসূচীতে এসেই বজ্রপাতে আহত হলেন ৪ মহিলা সহ ১ ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বাঁকুড়া জেলার বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লা মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ে।
সূত্রে জানা গেছে আজ বুধবার বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লা মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ে সকাল থেকেই শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্পের কর্মসূচী। সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন অনেক মানুষজন। হঠাৎ করে ক্যাম্প চলাকালীনই বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের সময় বজ্রাঘাত ঘটলে তাতে আহত হন ৪ জন মহিলা ও ১ জন পুরুষ। ক্যাম্পে কর্তৃব্যরত পুলিশকর্মী ও বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে আঁচুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। জানা গেছে প্রত্যেকের অবস্থা আপাতত স্থিতীশীল রয়েছে।