জোহার জঙ্গলমহল: শৌচকর্মের জন্য বাড়ির বাইরে গিয়ে রহস্যজনভাবে নিখোঁজ হয়ে যান নবম শ্রেণির এক ছাত্রী। গত মঙ্গলবার রাত্রি থেকে নিখোঁজ ছিলেন ওই নাবালিকা ছাত্রী। ঘটনার চারদিন কেটে যাওয়ার পর পুরাতন মালদহ থানার পুলিশ ও খড়গপুর স্টেশনের জিআরপির যৌথ উদ্যোগে খড়গপুর স্টেশন থেকে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে পুরাতন মালদহ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে নবম শ্রেণির ওই নাবালিকা ছাত্রী পুরাতন মালদহ থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর কামাত এলাকার বাসিন্দা। চন্দ্রমোহন হাইস্কুলে নবম শ্রেণিতে সে পাঠরত। মঙ্গলবারে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর বুধবার সকালে পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত, সাহায্য নেওয়া হয় সোশ্যাল মিডিয়ারও। এরপর গতকাল শুক্রবার রাত্রে পুরাতন মালদহ থানার পুলিশ ও খড়গপুর স্টেশনের জিআরপির যৌথ উদ্যোগে নাবালিকাকে উদ্ধার করা হয়। লালন সূত্রধর নামের এক যুবককে এই ঘটনায় গ্রেফতার করেছে মালদহ পুলিশ। ওই যুবকই নবম শ্রেণির ওই নাবালিকাকে অপহরণ করেছিল বলে অভিযোগ। অভিযুক্ত ওই যুবকও মহাদেবপুর এলাকার বাসিন্দা।
ছবি: প্রতীকি