পুর্ণচন্দ্র রক্ষিত: আজ পুরুলিয়া জেলায় পুরুলিয়া পৌরসভার পৌর প্রশাসক ও পুরুলিয়া সদর থানার আইসির যৌথ উদ্যোগে এলাকাবাসীকে মাস্ক বিতরণ ও সচেতন করা হয়। জেলার বড় হাটের ক্রেতা, বিক্রেতা ও পথচলতি মানুষজনকে সঠিকভাবে মাস্ক পরতে ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শারীরিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রশাসক নবেন্দু মহালি, সদর থানার আইসি দেবাশিষ বন্দোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন মৌসুমি ঘোষ, রবি শংকর দাস, বাবু দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।