জোহার জঙ্গলমহল: State Bank of India তে Savings অ্যাকাউন্টের পাশাপাশি Current অ্যাকাউন্ট খুললে আপনি পেতে পারেন একাধিক সুবিধা। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাবসায়ীরা Current অ্যাকাউন্ট খুলে থাকেন। State Bank of India তে সঠিক KYC জমা দিয়ে আপনি Current অ্যাকাউন্ট খুলতে পারবেন।
বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে। এই নতুন সুবিধা নেওয়ার জন্য আপনাকে কেবল YONO অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যাপ ওপেন করার পর ‘New to SBI’-তে ক্লিক করে ‘Insta Plus Savings Account’ সিলেক্ট করতে হবে। অ্যাপে আপনার আধার কার্ডের ডিটেল দিতে হবে। আধার ভেরিফিকেশন পুরো হওয়ার পর আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে। KYC প্রক্রিয়া পুরো হওয়ার পর আপনাকে ভিডিও কল শিডিউল করতে হবে । ভিডিও KYC হওয়ার পর সব তথ্য সঠিক থাকলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে।
কী কী সুবিধা পাওয়া যাবে ৫০ পাতার চেকবুক বিনামূল্যে পাওয়া যাবে এই অ্যাকাউন্ট খুললে।
ATM কার্ড, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং প্রথম বছর বিনামূল্যে পাওয়া যাবে।
ব্যাঙ্কে রেগুলার কারেন্ট অ্যাকাউন্টে প্রতি মাসে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ বিনামূল্যে জমা করতে পারবেন।
বিনামূল্যে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারবেন।
অধিকতম ব্যালেন্সের কোনও লিমিট নেই। নমিনেশনের সুবিধা পাওয়া যাবে।