পুর্ণচন্দ্র রক্ষিত: গতকাল ৫ই সেপ্টেম্বর পুরুলিয়া জেলায় কাশিপুর থানার উদ্যোগে একটি মকটেস্টের আয়োজন করা হয়। মোট ২৭৫ জন এই মকটেস্টে অংশগ্রহণ করেন। এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ছিলেন ২৩৪ জন এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন ৪১ জন। উপস্থিত ছিলেন কাশিপুর থানার ওসি অমিত মশান্ত এবং থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।