সমীর মন্ডল: গতকাল ০২.০৯.২০২১, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সর্ব প্রধান পার্ট টাইম শিক্ষক সংগঠন PTSTEWA এর মালদা জেলার পক্ষ থেকে চাঁচল বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী নিহার রঞ্জন ঘোষ মহাশয় কে সংবর্ধনা ও দাবিপত্র সহ স্মারক লিপি প্রদান করা হয়।
মাননীয় বিধায়ক মহাশয় আন্তরিক ও সহানুভূতির সঙ্গে পার্টটাইম শিক্ষকদের সমস্যার বিষয়ে গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সেইসঙ্গে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীরর সাথে আলোচনা করে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের জন্য উনার পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। উনি বলেন মানবিক মুখ্যমন্ত্রী অবশ্যই আপনার দাবিপত্র মানবিক দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই একটা সুরাহা করবেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি অরুণ কুমার দাস, সহ-সভাপতি হিমেন রায় এবং জেলা সম্পাদক প্রশান্ত ঘোষ সহ আরো অনেকে।