জোহার জঙ্গলমহল: ফের মাওবাদী পোস্টর মিলল পুরুলিয়া জেলায়। গত কয়েকমাসের মধ্যেই জেলায় ফের মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য। বরাবাজার থানার তিলাডি, বানজোড়া-সহ একাধিক জায়গায় লাল কালিতে লেখা মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমাবার তিলাডি, বানজোড়া-সহ একাধিক জায়গা থেকে মাওবাদী পোস্টারগুলি উদ্ধার করেছে বরবাজার থানার পুলিশ। এই পোস্টারগুলিতে মুখ্যমন্ত্রী সহ একাধিক সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের টার্গেট করা হয়েছে। লালকালিতে লেখা ওই পোস্টার গুলিতে লেখা হয়েছে ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তা না হলে তোমার কোনও নেতা-কর্মীরে প্রাণে বাঁচাতে পারবে না।’ কোথাও লেখা, ‘কেন্দ্র ও রাজ্য সরকারের যে সকল কর্মীরা দলদাসে পরিণত হয়েছেন, তারা সাবধান। মানবাজার মহকুমা শাসককে সাবধান করা হয়েছে, ‘মানবাজার এসডিও সাবধান। তুই যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছিস, তাতে তুই আমাদের আদালতে অপরাধী, তাই মৃত্যুর জন্য তৈরি হবি।’ বিডিওকে সাবধান করে লেখা হয়েছে,বিডিও, তুই সাবধান হয়ে যা, তোর মৃত্যু অনিবার্য। তুই যেভাবে সাধারণ মানুষের থেকে ঘুষ নিচ্ছিস সেটা বন্ধ কর।’ সাধারণ মানুষকে মাওবাদী দলে যোগদান করার আহ্বান জানিয়ে রাজ্যে মাও-শাসন প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।