জোহার জঙ্গলমহল ডেস্ক :টানা বৃষ্টির জেরে ভেসে যায় সিমলাপাল থানা পাথরডাঙ্গা সেতু পারাপার করতে যাওয়ার সময় তলিয়ে গেল বছর ৪৮ সুভাষ গুলিমাঝি নামে এক ব্যাক্তি । তলিয়ে যাওয়া ব্যাক্তির বাড়ি সিমলাপাল থানার মাচাতোড়া অঞ্চলে যফলা গ্রামে স্থানীয় ও পুলিশ সূত্রে থেকে জানা যায় টানা বৃষ্টির জেরে পাথরডাঙা সেতু উপর জল বয়তে থাকলেও ওই ব্যাক্তি বুধবার সন্ধা নাগাত সেতুটি পারকরার চেষ্টা করেন সেতুটি পার করার সময় শীলবতী নদীর জলে তড়ো শীলাবতী নদীতে তলিয়ে যায় ।
গতকাল থেকে তাকে এখন পর্যন্ত খুজে পাওয়া যায় নি । এই দিন দুপুর ১১ নাগাত শিমলাপাল থানা পুলিশ এবং পঞ্চায়িত সমিতির স্বাস্থ্য কর্মাদক্ষ্য কাঞ্চন পাল সহ অন্যান্য আধিকারিকরা এই পাথর ডাঙ্গা সেতু সংলগ্নে পরিদর্শন করেন এবং আনা হয় বিপর্ষয় মকাবিলা টিম তলিয়ে যাওয়া সুভাষ গুলিমাঝিকে উদ্ধার করার জন্য নামানো হয় বিপর্ষয় মকাবিলা টিম ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল ছড়িয়েছে গতকাল সন্ধ্যা থেকে ওই ব্যাক্তি কে রকম খোঁজ পাওয়া যায় নি ।তল্লাশি চালিয়ে যাচ্ছে বিপর্ষয় মকাবিলা টিম