পুর্ণচন্দ্র রক্ষিত: পথ দূর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। তার একমাত্র কারন অসতর্কতা। তাই পথ দূর্ঘটনার কবল থেকে নিজেদের রক্ষা করতে ২০১২ সালে রাজ্য সরকারের তরফে একটি কর্মসূচী গ্রহণ করা হয় যার নাম “সেফ ড্রাইভ সেফ লাইফ”।
এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হল পথ দূর্ঘটনা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা। দৈনিক জীবনে স্কুল, অফিস, বাজার অথবা অন্যান্য কারনে যাতায়াতের জন্য রাস্তা ব্যবহার করতে হয়। তাই অ্যাক্সিডেন্টের প্রভাব এড়াতে “Safe Drive Save Life” প্রচার অভিযানের মাধ্যমে জনসাধারণকে বারবার সচেতন করা হচ্ছে। আজ ০৩.০৯.২০২১ বৃহঃস্পতিবার, কাশীপুর থানার উদ্যোগে ট্রাফিক সচেতনতা সপ্তাহ পালনের অংশ হিসেবে কাশীপুর বাজারে একটি Safe Drive Save Life র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রঘুনাথপুরের এসডিপিও দূর্বার বন্দোপাধ্যায়, কাশীপুর থানার সিআই রাজেশ চ্যাটার্জী, ওসি অমিত মশান্ত সহ অন্যান্য পুলিশকর্মীরা। এই র্যালির মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হয় এবং পথচলতি মানুষ, চালকদের মাস্ক ও চকোলেট বিতরণ করা হয়।