IPL 2021: করোনা পরিস্থিতির জেরে দেশে আইপিএল এর আয়োজন করা হলেও শেষমেশ তা স্থগিত হয়ে যায়। গতকাল ১৯শে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল ২০২১ দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। গতকালের ৩৪ তম ম্যাচে টসে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইর্ডাস। প্রথমে ব্যাট করতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই। জবাবে কলকাতা ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫.১ ওভারে ১৫৯ রান করে। ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইর্ডাস।
আজ ২৪শে সেপ্টেম্বর আই পি এলের ৩৫ তম ম্যাচে রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাই সুপার কিংস। সময়- সন্ধ্যা ৭.৩০মিনিট, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম (শারজাহ)।
সবচেয়ে এখন ৯টি ম্যাচে সর্বোচ্চ ৪২২ রান করে শীর্ষে রয়েছে – শিখর ধাওয়ান ( দিল্লী ক্যাপিটালস্) এবং ৮টি ম্যাচে সেরা বোলিং সর্বোচ্চ ১৭টি উইকেট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে – হারশেল প্যাটেল (ব্যাঙ্গালোর)।