IPL 2021: আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বের পয়েন্টস টেবিল জানতে চোখ রাখুন আমাদের জোহার জঙ্গলমহল পেজে। গত ১৯শে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল ২০২১ দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। গতকালের ৩৮ তম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইর্ডাস। প্রথমে ব্যাট করতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে কলকাতা। জবাবে চেন্নাই ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭২ রান করে। ২ উইকেটে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।
ম্যান অফ ম্যাচ: রবীন্দ্র জাডেজা।
অপরদিকে ৩৯ তম ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস্। প্রথমে ব্যাট করতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ব্যাঙ্গালোর। জবাবে মুম্বাই ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১১১ রান করে। ৫৪ রানে ম্যাচ জিতে নেয় রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর।
আজ ২৭শে সেপ্টেম্বর আই পি এলের ৪০ তম ম্যাচে সানরাইর্জাস হায়দ্রাবাদভার্সেস রাজস্থান রয়্যালস। সময়-৭.৩০ মিনিট, দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম (দুবাই)।
সবচেয়ে এখন ১০টি ম্যাচে সর্বোচ্চ ৪৩০ রান করে শীর্ষে রয়েছে – শিখর ধাওয়ান ( দিল্লী ক্যাপিটালস্) এবং ১০টি ম্যাচে সেরা বোলিং সর্বোচ্চ ২৩টি উইকেট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে – হারশেল প্যাটেল (ব্যাঙ্গালোর)।