জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: একনজরে দেখে নিন আজ ০৬.০৯.২০২১, দেশের করোনা আপডেট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫২২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৯০৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২১৮ জন। দেশে মোট করোনায় আক্রান্ত বেড়ে হল ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ১৪১ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২১ লাখ ৭৪ হাজার ৫০০ জন। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ২১ জন।
একনজরে দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিরিখে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা
মহারাষ্ট্র- ৪,০৫৭
কর্ণাটক- ১,১১৭
কেরালা- ২৬,৭০১
তামিলনাড়ু- ১,৫৯২
অন্ধ্রপ্রদেশ- ১,৬২৩
উত্তরপ্রদেশ- ১৮
দিল্লী- ৩০
পশ্চিমবঙ্গ- ৭০৭
ছত্তীশগড়- ২৪
রাজস্থান- ৩
গুজরাট- ১৪
ওড়িশা- ৮০৫
মধ্যপ্রদেশ- ২২
হরিয়ানা- ১৪
বিহার- ৮
তেলাঙ্গানা- ২৩০
পাঞ্জাব- ৩০
আসাম- ৩২১
ঝাড়খন্ড- ০
উত্তরাখন্ড- ১৬
জম্মু এবং কাশ্মীর- ১১০
হিমাচল প্রদেশ- ৯৬
গোয়া- ৭২
পুদুচেরী- ১০৩
চন্ডীগড়- ২
ত্রিপুরা- ৮৭
মণিপুর- ৩২২
মেঘালয়া- ২৫৪
অরুণাচলপ্রদেশ- ৩৬
নাগাল্যান্ড- ৫৪
লাদাখ- ৫
সিকিম- ৭৯
মিজোরাম- ৯৬৭
দাদরা নগর হাভেলী এবং নগর হাভেলী এবং দমন দিউ- ০
লাক্ষাদ্বীপ- ০
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ- ০