Monday, May 16, 2022

ঝাড়গ্রামে সাতসকালে ধান জমিতে হামলা চালায় ৬-৮টি দলমা হাতি

JJM NEWS DESK: ঝাড়গ্রাম জেলায় হাতির হানা অব্যাহত। প্রায় সারাবছরই দলমার দল জঙ্গলমহলের এই জেলায় ঘাটি গেড়ে বসেছে। শস্যক্ষেতে ফসল নষ্ট করা থেকে শুরু করে গৃহ-বাড়ি ভেঙে দেওয়া, এমনকি প্রাণ হানির ঘটনা রোজকার ঘটনা হয়ে উঠেছে জঙ্গলমহলের এই জেলায়।

আজ রবিবার সাতসকালে ধানজমিতে হামলা চালায় ৬-৮টি দলমা হাতি। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল নাগাদ গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কেন্দুগাড়ী গ্রাম পঞ্চায়েতের ভুণ্ডডাহি গ্রাম এলাকায়। হাতিগুলি ধানজমিতে নেমে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

লেটেস্ট খবর

লেটেস্ট খবর

হাতির খবর

জঙ্গলমহল ভ্রমণ