নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মুগবসানের পাশ দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর ওপর তেমনি ব্রিজের মুখে মেদিনীপুর-বর্ধমান রাজ্য সড়কের মাঝে শুক্রবার বিকেলে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। যুদ্ধকালীল তৎপরতায় আপদকালীন ভাবে রাস্তা মেরামত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। মেরামত শেষ হলে পুনরায় যান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।