জোহার জঙ্গলমহল: গ্রামবাসীরা ভেবেছিলেন লাশে এবার পচন ধরে দূর্গন্ধ ছড়াবে এবং দূষিত হবে জল। এই ভেবে লাশ উদ্ধার করতে গিয়ে হল বিপত্তি। লাশ উদ্ধার করতে গিয়ে কাছে যেতেই চোখ মেলে তাকাল তিনদিন ধরে ভেসে থাকা লাশ। এই তাজ্জ্বব ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যাক্তি গত তিনদিন ধরে কাঁসাই নদীতে ভাসছেন। দূর থেকে দেখে মনে হচ্ছিল কোনো লাশ ভাসছে। প্রথমে এমনটাই ভেবেছিলেন দাসপুরের গুড়লি গ্রামের বাসিন্দারা। পঁচে দূগর্ন্ধ ছড়ানোর আশঙ্কায় লাশ উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের দিকে চোখ মেলে তাকায় দাড়ি, গোঁফ ভর্তি ওই ব্যাক্তি। উদ্ধারকারী এক গ্রামবাসী জানিয়েছেন,“আসলে লোকটা নদীর পলিমাটিতে আটকে ছিল। এমনভাবেই তিন দিন একইভাবে পড়ে ছিলেন মনে হচ্ছিল যেন মৃত। আমরা কাছে যেতেই তাকায় আমাদের দিকে।” খবর দেওয়া হয় দাসপুর থানায়। দাসপুর থানার পুলিশ ওই ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করেন। কোনো পরিচয় দিতে পারছেন না ওই ব্যাক্তি। ওই ব্যাক্তির ছবিসহ পাশাপাশি থানাগুলিতে খবর দেওয়া হয়েছে।