JJM NEWS DESK: বর্তমানে করোনা পরিস্থিতিতে বিভিন্ন অফিসের কাজ বা ব্যাক্তিগত কাজের জন্য Gmail এর উপর নির্ভরশীল হতে হচ্ছে। বর্তমানে অফিসের গুরুত্বপূর্ণ Metting সেরে নেওয়ার জন্য Google Meet কিংবা Zoom Meeting এর সাহায্য নিতে হয়।
Google Meet, Zoom Meeting এর মতোই এবার নতুন ফিচার যুক্ত হতে চলেছে Gmail এ। গুগল জানিয়েছে আগামী নভেম্বর মাসে এই নতুন ফিচারটি Gmail এ যুক্ত হতে চলেছে। Gmail টি Open করলেই করা যাবে ভিডিও কল বা ভয়েস কল। সমস্ত Gmail ব্যবহারকারীরা এই নতুন সুবিধা উপভোগ করতে পারবেন। এই ফিচারে যেকোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তাতে ডায়াল করলেই তার ফোনে রিং হবে। অপর প্রান্তের Gmail ব্যবহারকারী যে কোনো স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন থেকে এই কলের উত্তর দিতে পারবেন।