পুর্ণচন্দ্র রক্ষিত: আজ ০৮.০৯.২০২১ বুধবার পুরুলিয়া জেলার বলরামপুর বড় উরমা অঞ্চলের সমাজসেবী সানি মুখার্জী ও তার টিমের পক্ষ থেকে পুরুলিয়া জেলার জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, আই এনটিসি ইউ সভাপতি উজ্জ্বল কুমার এবং পুরুলিয়া জেলার যুব সভাপতি মেঘদুত মাহাতোকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সানি মুখার্জী সহ অন্যান্য কর্মীবৃন্দরা।