সমীর মন্ডল,পুরুলিয়া : আগামী কাল 23 শে সেপ্টেম্বর পুরুলিয়া জেলার কাশিপুর বিধানসভা কেন্দ্রে গগনাবাদ গ্রাম পঞ্চায়েতে আস্তা ভোটের নির্বাচন। এই গগনাবাদ গ্রাম পঞ্চায়েতের 11 জন সদস্যের মধ্যে 5 জন তৃণমূল কংগ্রেস দলের ,পাঁচজন বিজেপি দলের ও একজন সিপিএম পার্টির সদস্য আছে। আস্থা ভোটের জন্য আগামীকাল গগনাবাদ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এরিয়া 144 জারি করা হয়েছে।
কিন্তু আজ তথা 22 শে সেপ্টেম্বর গগনাবাদ অঞ্চলের তিলাহিড় বুথের গত পঞ্চায়েতে পরাজিত বিজেপি দলের সদস্য সনাতন বাউরী সহ বুথ কমিটির 12 টি পরিবার কাশিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মাননীয় স্বপন কুমার বেলথরিয়া মহাশয় এর হাত ধরে যোগদান করেন। তিলাহিড় বুথে এই যোগদানের ফলে তৃণমূল কংগ্রেস দলের ক্ষমতা আরও শক্তিশালী হলো। জানা যায় বিজেপি দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের উন্নয়নের জন্য এই যোগদান। যোগদানের পর কাশিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মাননীয় স্বপনকুমার বেলথরিয়া মহাশয় কি বলছেন শুনে নেওয়া যাক।