বাঁকুড়া বনবিভাগে হাতির অবস্থান: বড়জোড়া রেঞ্জে উত্তর সরাগাড়া মৌজায়- ১০টি, পাবয়া- ২টি। এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। বিভাগীয় বনাধিকারীক, বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
পাঞ্চেৎ বনবিভাগে হাতির অবস্থান: চক উপরশোল অধকাটা JFMC, আমডহরা বিট, বাঁকাদাহ রেঞ্জ – ০১টি। এই এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। বন্যপ্রাণী শিকার দন্ডনীয় অপরাধ। এই শিকার কাজে যুক্ত গাড়ী বন আইন অনুসারে বাজেয়াপ্ত বা জব্দ হতে পারে। দেশের সু-নাগরিক হিসাবে আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য, জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারীক, পাঞ্চেৎ বনবিভাগ, বিষ্ণুপু্র।
ঝাড়গ্রাম বনবিভাগে হাতির অবস্থান: মোট হাতি: ৬৪ টি, রেঞ্জ:মানিকপাড়া, বীট:কুসুমঘাটি, মৌজা:রাজাবাসা, দল হাতি: ২৬ টি, মৌজা:গোবিন্দপুর, হাতি:০২ টি, রেঞ্জ:লোধাশুলি, বীট:লোধাশুলি, মৌজা:ভাওদা, দল হাতি:১৪ টি, মৌজা:কেউদিশোল, দল হাতি: ০২টি, মৌজা:ঘটিডোবা, হাতি:০১টি, রেঞ্জ:গিধনী, মৌজা:মধুপুর, দল হাতি:১৮টি, মৌজা:আমতলিয়া হাতি: ০১টি। হাতির গতিপথে বাধা দিবেন না। সন্ধ্যা ০৬টা থেকে সকাল ০৬টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না, মদ খেয়ে বাইরে যাবেন না ও বাড়িতে মদ রাখবেন না। সকলে সতর্ক থাকিবেন, বিভাগীয় বনাধিকারিক, ঝাড়গ্রাম বিভাগ।