JJM TECH DESK: বর্তমানে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ডের ব্যাবহার হয়ে থাকে। মোবাইলে PDF এ যদি PAN Card ডাউনলোড করা থাকে তাহলে প্যান কার্ড হারানোর ঝুঁকি অনেকটা কমে যায়। e-Pan ডাউনলোড করা যাবে আধার ভিত্তিক e-KYC এর মাধ্যমে। তবে এটি করার জন্য আধার কার্ডের ১২ ডিজিটের নাম্বার, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং একজন গ্রাহকের কাছে একটির বেশি যেন প্যান কার্ড না থাকে। একজন ব্যাক্তির নামে একটির বেশি প্যান কার্ড থাকলে আইনি সমস্যায় পড়তে হতে পারে।
কিভাবে PDF এ ডাউনলোড হবে e-PAN
১.সর্বপ্রথম আপনাকে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in এ ভিজিট করতে হবে।
২.সেখানে Instant E-Pan বলে অপশনে ক্লিক করে Get New e-Pan অপশন সিলেক্ট করুন।
৩. এরপর পরবর্তী পেজে ১২ ডিজিটের আধার নাম্বার ভরে Confirm বাটনে ক্লিক করে Continue করুন।
৪. রেজিস্টার্ড মোবাইলে একটি OTP আসবে। OTP ভরে প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে একটি Acknowledgement নম্বর প্রদান করা হবে যা e-Pan এর স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে।
৫.এবার Instant E-Pan অপশনে Check Status/ Download e-Pan এ ক্লিক করে আপনার e-Pan কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। প্যান অ্যালট হয়ে গেলে PDF ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।