জোহার জঙ্গলমহল: হাতি তাড়াতে গিয়ে বিপদ। হাতি তাড়ানোর জন্য ডবল সেলের বোম ফেটে মারাত্মক জখম হয়েছেন দুইজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বাঁকুড়া উত্তর বনবিভাগের সোনামুখী রেঞ্জে। সূত্রে জানা গেছে গতকাল রবিবার সন্ধ্যা নাগাদ হাতি তাড়ানোর সময় ডবল সেলের বোম ব্যবহার করা হয়। মনে করা হচ্ছে সেই সময় সামনে বড় গাছ থাকার ফলে বোমটি গাছে ছিটকে সামনের দিকে চলে আসে। যার ফলে এই মারাত্মক দূর্ঘটনাটি ঘটেছে।