জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: একনজরে দেখে নিন আজ ২০.০৯.২০২১, দেশের করোনা আপডেট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮২৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ২২২ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৯৬ জন। দেশে মোট করোনায় আক্রান্ত বেড়ে হল ৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৫৯২ জন। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ১৬৫ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ১৪৪ জন।
একনজরে দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিরিখে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা
মহারাষ্ট্র- ৩,৪১৩
কর্ণাটক- ৭৮৩
কেরালা- ১৯,৬৫৩
তামিলনাড়ু- ১,৬৯৭
অন্ধ্রপ্রদেশ- ১,৩৩৭
উত্তরপ্রদেশ- ২৬
দিল্লী- ২৮
পশ্চিমবঙ্গ- ৬৩৫
ছত্তীশগড়- ১৪
রাজস্থান- ৮
গুজরাট- ৮
ওড়িশা- ৬২৩
মধ্যপ্রদেশ- ৮
হরিয়ানা- ২২
বিহার- ১৩
তেলাঙ্গানা- ১৭৩
পাঞ্জাব- ২৮
আসাম- ২৫৯
ঝাড়খন্ড- ২
উত্তরাখন্ড- ৬
জম্মু এবং কাশ্মীর- ১৬৮
হিমাচল প্রদেশ- ৯৩
গোয়া- ৮৪
পুদুচেরী- ৭৯
চন্ডীগড়- ৫
ত্রিপুরা- ৩১
মণিপুর- ২৩৪
মেঘালয়া- ১৬৮
অরুণাচলপ্রদেশ- ১০
নাগাল্যান্ড- ২৪
লাদাখ- ২৮
সিকিম- ৬২
মিজোরাম- ১,১০৪
দাদরা নগর হাভেলী এবং নগর হাভেলী এবং দমন দিউ- ০
লাক্ষাদ্বীপ- ০
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ- ২