জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: একনজরে দেখে নিন আজ ০৫.০৯.২০২১, দেশের করোনা আপডেট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬০৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৮৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩০৯ জন। দেশে মোট করোনায় আক্রান্ত বেড়ে হল ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ১২ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২০ লাখ ৯২ হাজার ৫০৭ জন। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২৫৮ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৪২৭ জন।
একনজরে দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিরিখে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা
মহারাষ্ট্র- ৪,৩১৩
কর্ণাটক- ১,২২০
কেরালা- ২৯,৩২২
তামিলনাড়ু- ১,৫৬৮
অন্ধ্রপ্রদেশ- ১,৫২০
উত্তরপ্রদেশ- ১৫
দিল্লী- ৩৫
পশ্চিমবঙ্গ- ৬৮৬
ছত্তীশগড়- ৩৭
রাজস্থান- ৮
গুজরাট- ১৬
ওড়িশা- ৮৪৯
মধ্যপ্রদেশ- ১৮
হরিয়ানা- ১২
বিহার- ৬
তেলাঙ্গানা- ৩১৮
পাঞ্জাব- ৩০
আসাম- ৫৬৪
ঝাড়খন্ড- ১১
উত্তরাখন্ড- ৩৬
জম্মু এবং কাশ্মীর- ৯৬
হিমাচল প্রদেশ- ১৮৯
গোয়া- ১০৪
পুদুচেরী- ১২৭
চন্ডীগড়- ৪
ত্রিপুরা- ৬২
মণিপুর- ২৭২
মেঘালয়া- ১৯৩
অরুণাচলপ্রদেশ- ৬১
নাগাল্যান্ড- ৪০
লাদাখ- ৩
সিকিম- ৪৫
মিজোরাম- ৮৮২
দাদরা নগর হাভেলী এবং নগর হাভেলী এবং দমন দিউ- ২
লাক্ষাদ্বীপ- ০
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ- ৩