জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: একনজরে দেখে নিন আজ ০১.০৯.২০২১, দেশের করোনা আপডেট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১১২ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৬২ জন। দেশে মোট করোনায় আক্রান্ত বেড়ে হল ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৯৭ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৩২৯ জন। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৫৪ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৭২০ জন।
একনজরে দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিরিখে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা
মহারাষ্ট্র- ৪,১৯৬
কর্ণাটক- ১,২১৭
কেরালা- ৩০,২০৩
তামিলনাড়ু- ১,৫১২
অন্ধ্রপ্রদেশ- ১,১১৫
উত্তরপ্রদেশ- ৬৪
দিল্লী- ২৮
পশ্চিমবঙ্গ- ৫৪৬
ছত্তীশগড়- ৩১
রাজস্থান- ২
গুজরাট- ১২
ওড়িশা- ৬৩৮
মধ্যপ্রদেশ- ১০
হরিয়ানা- ২০
বিহার- ৮
তেলাঙ্গানা- ৩৩৮
পাঞ্জাব- ৩৮
আসাম- ৫৭০
ঝাড়খন্ড- ১২
উত্তরাখন্ড- ২৮
জম্মু এবং কাশ্মীর- ১৬৬
হিমাচল প্রদেশ- ২০৭
গোয়া- ১০৫
পুদুচেরী- ১১৫
চন্ডীগড়- ৬
ত্রিপুরা- ৫০
মণিপুর- ৩৮২
মেঘালয়া- ১০১
অরুণাচলপ্রদেশ- ৭১
নাগাল্যান্ড- ৮০
লাদাখ- ৫
সিকিম- ৩৭
মিজোরাম- ১,১৫৭
দাদরা নগর হাভেলী এবং নগর হাভেলী এবং দমন দিউ- ০
লাক্ষাদ্বীপ- ২
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ- ১