জোহার জঙ্গলমহল: বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা স্মার্টফোনের নেশায় ক্রমশ বুঁদ হয়ে উঠছে। স্মার্টফোনের প্রতি আসক্তি দিনের পর দিন বেড়েই চলেছে। শহর থেকে গ্রামের ছেলেমেয়েরা স্মার্টফোন নিয়ে মেতে উঠেছে বিভিন্ন বিদেশী গেম ও ইউটিউব ভিডিও নিয়ে। বর্তমানে বিকেলে খেলাধূলার জায়গা কেড়ে নিয়েছে ফ্রি-ফায়ার,পাবজি-র মতো মারণ নেশা যুক্ত জনপ্রিয় মোবাইল গেম। এরই মাঝে স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী হলেন ১৬ বছরের এক কিশোর।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের ঘৃতগ্রাম পঞ্চায়েতের ছেবদা এলাকায়। মৃত ওই নাবালকের নাম আকাশ খিলাড়ী (বয়স ১৬)। সে বারিদা আঞ্চলিক এস সি হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে সম্প্রতি তার দাদাকে একটি স্মার্টফোন কিনে দেওয়া হয়েছিল। দাদাকে স্মার্টফোন কিনে দেওয়ার পর সে দাবি জানায় তাকেও স্মার্টফোন কিনে দিতে হবে। এতে বাড়ির সদস্যরা বলেন একটু অপেক্ষা করলে তাকেও কিনে দেওবা হবে। কিন্তু অপেক্ষা করতে রাজি হয়নি আকাশ। গতকাল শুক্রবার বিকেলে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। আজ শনিবার তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় কেশিয়াড়ী থানার পুলিশ। মৃতের জেঠু ফটিক খিলাড়ি জানান, “দাদা-কে মোবাইল কিনে দেওয়ার পর ওরও জেদ চেপে যায়! বলে এখুনি কিনে দিতে হবে। বলা হয়, ৮-১০ হাজার টাকার ব্যাপার, একটু সময় তো লাগবে। এরপরই, কাউকে কিছু বুঝতে না দিয়ে এই কান্ড করে বসে!”