পুর্ণচন্দ্র রক্ষিত: ভূমি পূজা অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলার বাঘমুন্ডির তোরাং গ্রামে। আজ শুক্রবার তোরাং গ্রামের কুমারপাড়া সার্ব্বজনীন দুর্গাপুজা কমিটির দুর্গা মন্দির নির্মাণের জন্য একটি নির্দিষ্ট জমিতে ভূমিপূজা করেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের সূত্রে জানা গেছে গ্রামে দুর্গাপুজো শুরু হলেও গ্রামে কোনো দুর্গামন্দির থাকেনি। গ্রামের এক বাসিন্দার বাড়িতেই চলতো দুর্গাপুজো। অবশেষে গ্রামের ষোলআনায় বিষয়টি বিস্তারিতাভবে আলোচনা করে গ্রামে চাঁদা আদায় করে গ্রামের কুমোর পাড়াতে চার কাঠা জমি ক্রয় করা হয়। নিয়ম মেনে আজ শুক্রবার ওই জমিতে ভূমিপুজো করা হয়। এই স্থানেই প্যান্ডেল করে এই বছরের পুজো করা হবে। আগামী বছর মন্দির বানানোর সিদ্ধান্ত নেবে তোরাং গ্রামের বাসিন্দারা।