JJM NEWS DESK: এক ব্যাক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল নাগাদ বাঁকুড়া জেলার তালড্যাংরা থানার জয়পুর গ্রাম সংলগ্ন জঙ্গল এলাকায়। তালড্যাংরা থানার পুলিশ পচগলা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরেই ওই এলাকা থেকে পচা দূগর্ন্ধ বের হচ্ছিল। স্থানীয় মানুষজনরা ভেবেছিলেন কোনো বেড়াল বা কুকুর মারা যাওয়ার এই দূগর্ন্ধ ছড়াচ্ছে। কিন্তু আজ সকাল নাগাদ ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় পচাগলা দেহটির পা দেখতে পান কিছু এলাকাবাসী। গ্রামবাসীরা জড়ো হয়ে তালড্যাংরা থানায় খবর দেন। তালড্যাংরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পচাগলা দেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তালড্যাংরা থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।