জোহার জঙ্গলমহল: নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এই বৃষ্টিপাতের মাঝেই সকাল নাগাদ কাজে যোগ দিতে যাওয়ার সময় পথ দূর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যাংক কর্মী। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল নাগাদ বাঁকুড়া জেলার বাঁকুড়া-খাতড়া রোডের পুয়াবাগান সংলগ্ন চতুরডিহি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই ব্যাংক কর্মীর নাম দিব্যেন্দু শেখর পাত্র (বয়স ৪৪)। বাড়ি দামোদরপুর গ্রাম এলাকায়। তিনি শুনুকপাহাড়ীর UCO BANK এ ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। আজ সকালে বাড়ি থেকে বাইকে করে কাজে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলেন। পুয়াবাগান সংলগ্ন চতুরডিহি এলাকায় একটি দ্রুত গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়েন। গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে তাকে ধরতে পারা যায়নি। হেলমেট পরে থাকা সত্ত্বেও বাইক থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। বাঁকুড়া সদর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।