JJM NEWS DESK:শিলাবতী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা নম্বর ব্লকের সন্ধিপুর ২ নম্বর পঞ্চায়েতের এন্না গ্রামে। ওই যুবকের নাম সুরজিৎ বেরা (বয়স আনুমানিক ২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুর নাগাদ শিলাবতী নদীতে স্নান করতে নেমেছিলেন ওই যুবক। তারপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলার একটি টিম নামানো হয়। আজ সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।