পুর্ণচন্দ্র রক্ষিত:গতকাল রবিবার ও আজ সোমবার বিভিন্ন জায়গায় চলছে গণেশ পুজো। তাই গণেশ পুজো উপলক্ষ্যে আজ সোমবার পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের পারবেলিয়াতে এক কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। কবি সম্মেলনের পাশাপাশি এদিন একই মঞ্চে সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শান্তি ভূষণ যাদব, পুরুলিয়া জেলার জার্নালিস্ট ক্লাবের প্রেসিডেন্ট অনির্বাণ ব্যানার্জি, সভাপতি দীপেন গুপ্ত, শান্তিপ্রিয় গুরু এবং কবিদের মধ্যে উপস্থিত ছিলেন মাধব মন্ডল, আবা চট্টরাজ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।