জোহার জঙ্গলমহল: জলে ডুবে মৃত্যু চার বছরের এক শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের কেন্দুগাড়ী গ্রামপঞ্চায়েতের রতিনগেড়িয়া গ্রামে। ঘটনায় মৃত শিশুকন্যাটির নাম শুভশ্রী পৈড়া (বয়স ৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল শিশুটি। খেলতে খেলতে অকারণবশত বাড়ির পিছনে পুকুরে তলিয়ে যায় সে। বাড়ির লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর হাসপাতালে নিয়ে সেখানকার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহটি ঝাড়গ্রাম হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।