ঝাড়গ্রামের বিনপুরে দাপিয়ে বেড়াল ২টি দলছুট দাঁতাল হাতি
জোহার জঙ্গলমহল নিউজ ডেস্ক: জঙ্গলমহলের জেলাগুলির মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অন্যতম একটি জেলা হল ঝাড়গ্রাম। সারা জেলা জঙ্গলে ঘেরা। জেলা জুড়ে হাতির খবর প্রায়শই শোনা যায়। হাতির তান্ডব এখানে অব্যাহত। এই জেলাতে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। আবার হাতির আক্রমণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গতকাল বিনপুর ১ নম্বর ব্লকের পাপোটপুর এলাকা দাপিয়ে বেড়ায় দুটি দলছুট দাঁতাল হাতি। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। জানা গেছে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে ওই দুটি দলছুট দাঁতাল হাতি। বেশ কিছুক্ষণ ধরে ওই এলাকা দাপিয়ে বেড়ানোর পর ফের জঙ্গলে প্রবেশ করে ওই দুটি দাঁতাল হাতি।