আজ১১.০৮.২০২১, আবহাওয়া কেমন থাকবে জঙ্গলমহলের জেলাগুলিতে
জোহার জঙ্গলমহল ডেস্ক,আবহাওয়া খবর: আজ ১১/০৮/২০২১ আবহাওয়া কেমন থাকবে জঙ্গলমহলের জেলাগুলিতে আসুন দেখে নিই।
বাঁকুড়া: আজ বাঁকুড়া জেলায় আকাশ মেঘ ও রোদ থাকবে। বর্তমান তাপমাত্রা ২৮ ডিগ্রী। সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রীর আশেপাসে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। মেঘে ঢাকা থাকবে ৭৪ শতাংশ। হাওয়ার গতিবেগ দঃ-পঃ ৬কিমি/ঘন্টা।
সূর্যোদয়: ভোর ৫.১৬ মিনিট।
সূর্যাস্ত: বিকাল ৬.১৮ মিনিট।
পুরুলিয়া: আজ পুরুলিয়া জেলায় আকাশ মেঘলা থাকবে। বর্তমান তাপমাত্রা ৩০ ডিগ্রী। সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রীর আশেপাসে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ। মেঘে ঢাকা থাকবে ৯৮ শতাংশ। হাওয়ার গতিবেগ দঃ ১১কিমি/ঘন্টা।
সূর্যোদয়: ভোর ৫.০৯ মিনিট।
সূর্যাস্ত: বিকাল ৬.১০ মিনিট।
পশ্চিম মেদিনীপুর: আজ পশ্চিম মেদিনীপুর জেলায় আকাশ মেঘলা থাকবে। বর্তমান তাপমাত্রা ২৮ ডিগ্রী। সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রীর আশেপাসে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। মেঘে ঢাকা থাকবে ৯৮ শতাংশ। হাওয়ার গতিবেগ দঃ-পঃ ৯কিমি/ঘন্টা।
সূর্যোদয়: ভোর ৫.১৬ মিনিট।
সূর্যাস্ত: বিকাল ৬.১৭ মিনিট।
ঝাড়গ্রাম: আজ ঝাড়গ্রাম জেলায় আকাশ মেঘলা থাকবে। বর্তমান তাপমাত্রা ২৮ ডিগ্রী। সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রীর আশেপাসে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। মেঘে ঢাকা থাকবে ৯৮ শতাংশ। হাওয়ার গতিবেগ দঃ-পঃ ৯কিমি/ঘন্টা।
সূর্যোদয়: ভোর ৫.১৮ মিনিট।
সূর্যাস্ত: বিকাল ৬.১৮ মিনিট।
সূত্র: অ্যাক্কু ওয়েদার।।